সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ফতুল্লায় মামলা তদন্তে ঘুষ দাবি, এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন: ওসমানীনগরে ড্রেজার ও নৌকা আটক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতারণা! ইসরায়েলে সাইবার হামলা করেছে নবাবগঞ্জের ফ্রিল্যান্সার আছিফ সহএকটি সিভিলিয়ান ফোর্স নবাবগঞ্জে সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি ছাত্রদলের আহ্বান ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই: মান্না

অগ্নিশিখা প্রতিবেদকঃ শেখ হাসিনা এ দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে, নির্বাচন ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এটার ওপর দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ তৈরি করতে পারবো। তার মানে মূল কাজ হচ্ছে নির্বাচন করতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘সংবিধান সংস্কার’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সংবিধান পরিবর্তন করি, দেশের সংস্কার করি- সবাই মিলে করি। এজন্য ঐকমত্য লাগবে। ভাবের দিক থেকে, চিন্তার দিক থেকে, কাজে দিক থেকে, দলের দিক থেকে এমনিতেই বাংলাদেশ অনেক বিভাজিত। এই বিভাজন যদি চলতে থাকে, তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মতগুলো এক করতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, এদেশে কেউ নিজের ইচ্ছা পূরণ করে রাজনীতি করতে পারবেন না। জুলাই-আগস্ট অভ্যুত্থান বা বিপ্লব যাই বলেন, একটি আশা তৈরি করেছে, মানুষের মধ্যে বিশ্বাস দিয়েছে, সাহস দিয়েছে। তারা মনে করেন, বাংলাদেশ আমরা বদলাতে পারি। কিন্তু কারা বদলাবেন? যারা এখন ক্ষমতায় আছেন। চাইলে মঈন ভাই (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) কি বদলাতে পারবেন? কিছু করতে পারবেন? বিএনপির যত বড় নেতাই হোক, ক্ষমতায় তো নেই। যারা ক্ষমতায় আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত।

বর্তমান সরকার একা চলছে। এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে, তাতে অন্যদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে তেমন দেখছেন না বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com