বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
বিপ্লব হোসেন (ফারুক)ঃগাজীপুরের কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ডের বারান্ডা মৌজাস্হ এসএ ২৪৩ দাগের আরএস ৭৭ যথাক্রমে ১৭ কাশিমপুর ভূমি অফিসের তত্ত্বমতে বাদীপক্ষের দাবীকৃত সম্পত্তির সঙ্গে বিবাদী পক্ষের সম্পত্তি দালিলিখ তথ্যমতে কোন প্রকার মিল খুজে পাওয়া যায়নি ,যাহা আদালতের রায় ও ডিগ্রির আলোকে তা স্পষ্ট প্রতিয়মান। আর এস নকশা অনুযায়ী বিবাদমান সম্পত্তিতে বাদী পক্ষের দায়েরকৃত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বর্ণিত আরজিতে উল্লেখিত দাগ খতিয়ান মোতাবেক বাদীর দাবি সমর্থন করে না যাহা সম্পূর্ণ অযৌক্তিক অনৈতিক ভিত্তিহীন বল প্রয়োগের এক অনন্য নিদর্শন। উল্লেখিত ৭৭/১৭ খতিয়াব অনুযায়ী বাদীর দাবি ৯৪০ /৯৪১ দাগে, কিন্তু উক্ত দাগে বিবাদী পক্ষের কোন দাবি দাওয়া নেই। ভূমির নিদর্শন সরূপ বিবাদী পক্ষের সম্পত্তি হলো আরএস ৯৩৮ দাগে, আর বাদী পক্ষগণ ৯৪০ এবং ৯৪১ দাগের দালিখ তথ্য দিয়ে ৯৩৮ দাগের সম্প্রতি জোর জবরদস্তি করে দখলে রাখার চেষ্টা করছেন। তবে ভূমি আইনে জোর যার মুল্লুক তার এ কথাটির উল্লেখ না থাকলেও বাদী পক্ষের বল প্রয়োগে মাঝে মাঝে চোখে আঙ্গুল দিয়ে একটি অপশক্তির বিস্ময়কর উত্থান সমাজ ও রাষ্ট্রের বিধিবিধান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি প্রভাবশালী মহল চক্রব্যূহ তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে প্রতিনিয়ত। আজ বাদী পক্ষের অনৈতিক দাবির ধূম্র জলে জড়িয়ে ফেলছে এই অসহায় পরিবারটিকে। বর্তমান তত্ত্বাবধায়ক/নিরপেক্ষ সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট জোর দাবি জানাচ্ছে ন্যয় বিচারের স্বার্থে এই অশুভ শক্তিকে বিচারের আওতায় এনে অসহায় পরিবার টির উপর থেকে প্রভাব মুক্ত করতে।