বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনার (১০) মামলার আসামি গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা রহিম গাজী কে জেলহাজতে পাঠিয়েছে । আদালত রহিম গাজী দীঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতারকৃত রহিম গাজী ফুলতলা থানায় দায়কৃত একটি হত্যা মামলার ৫৬ নং এজাহারভুক্ত আসামি। রহিম গাজীর বাড়ি দিঘুলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামে পিতার নাম কয়বার গাজী। ফুলতলা থানা অফিসার ইনচার্জ মোহম্মদ হানিফ খুলনা ফুলতলা সাংবাদিকদের বলেন রহিম গাজীর বিরুদ্ধে মোট( ১০) মামলা রয়েছে।রেব ৬ এর সদস্যরা গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার ( ১৫ই নভেম্বর) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার বাতি ভিটা,গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ঐদিন রাতে ফুলতলা থানায় হস্তান্তর করে।
শনিবার (১৬ ই নভেম্বর) সকালে ফুলতলা থানা পুলিশ রহিম গাজীকে আদালতের শপথ্য করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে, দীঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান দিঘলিয়া থানায় রহিম গাজীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে, এছাড়া ২০২২ সালে একুশে অক্টোবর খুলনা বিএনপি’র বিভাগীয় সমাবেশে ফুলতলা উপজেলার শিকর হাট,থেকে টলার,যোগে যাওয়ার পথে দিঘলীয়া উপজেলার চন্দনিমহল কাঁটাবনে দলীয় নেতা কর্মীদের উপর হামলা এবং ওই হামলায় দলীয় এক কর্মীর মৃত্যু, ঘটনায় ফুলতলা থানায় দায়িকৃত মামলা এজহারভুক্ত ৫৬ নং আসামি করা হয় তাকে, মামলা নং ( ৮) তারিখ ( ২৯-৮-২০২৪) মামলার বাদী জেলা বিএনপি’র তৎকালীন আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম মনিরুল হক বাপ্পি, একই ঘটনায় দীঘলিয়া থানায় দায়ের কৃত,ওপর একটি মামলায় রোহিম গাজীকে (৫৬ নং) আসামি করা হয়, মামলা নং ৩/তারিখ ৪/৯/২০১৪/মামলার বাদী ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু।