বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
এইচ,এম,জহিরুল ইসলাম,বিজয়নগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৮টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা হলেন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ,এম, জহিরুল ইসলাম, রুদ্র বাংলার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়,চ্যানেল ডিবিসি আন্তর্জাতিক (কুয়েত) প্রতিনিধি ও দৈনিক স্বাধীন বাংলার ক্রাইম রিপোর্টার মহসিন পারভেজ, কালের ছবি রিপোর্টার মোশাররফ হোসেন, ডেইলি অবজারভারের রিপোর্টার শফিকুর রহমান শাহিন, আলোকিত নিউজ, প্রতিনিধি মেহেদী হাসান মিলন, বাংলা টিভি রিপোর্টার শামসুল ইসলাম লিটন এশিয়ান টিভি রিপোর্টার সারোয়ার হাজারী, ইনকিলাব প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি, কেফায়েত উল্লাহ শরিফ,পল্লীটিভির মো:রুবেল,প্রমুখ।
ওসি রওশন আলী তার বক্তব্যে বলেন, তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তিনি সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকে অপরাধ দমনের শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা। তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সমাজের সমস্যা সমাধানে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ওসি রওশন আলী আরও বলেন, সমাজে অপরাধীদের সংখ্যা সীমিত। তাই নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।