বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ :
উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ওসমানীনগরে ৫ শত বছরের প্রাচীন জামে মসজিদ ও মাজারে যাতায়াত রাস্তা প্রতিবন্ধকতা অপসারণ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলাশবাড়ীতে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি লিখন গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৮০০০ (আট হাজার ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন গ্রেফতার নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জিয়াউর রহমানের আমলে মানুষের মুখের তৃপ্তির হাসি দেখেছি’

অগ্নিশিখা প্রতিবেদকঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আমরা এ দেশের মানুষের মুখের তৃপ্তির হাসি দেখেছি। তেমনি আগামীতে দেশ নায়ক তারেক রহমানের শাসন আমল যেন তেমনি হয়। যদি সত্যিই সেটা করতে পারি। তাহলে মাওলানা ভাসানীর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো হবে।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মওলানা আব্দুল হা‌মিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএন‌পির মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, মওলানা ভাসানীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান শুধু শ্রদ্ধা করে না, তারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় তিনি আমাদের আগন্তুক পুরুষ, আরাধ্য নেতা, মহানায়ক। ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশের খামোশ বলার একমাত্র ব্যক্তি ছিলেন মওলানা ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে খামোশ বলে ব্রিটিশ-পাকিস্তানিদেরকে ভীতু করা যায়, এটা মওলানা ভাসানী দেখিয়েছেন।

তিনি বলেন, মওলানা ভাসানী পুরোটা জীবন ব্যয় করেছেন স্বাধীনতার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি সারা ভারতবর্ষ চষে বেড়িয়েছেন। চীনের প্রেসিডেন্ট মাও সেতুং-র আমন্ত্রণে চীনে গিয়েছিলেন। চীন থেকে ফিরে করাচি বিমানবন্দরে যখন নামেন তখন সাংবাদিকরা মওলানা ভাসানীকে প্রশ্ন করেছিলেন। চীনের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে। তিনি বলেছিলেন চীনের মানুষের মুখের হাসি আমার ভালো লেগেছে। অর্থাৎ মাও সেতুং চীনকে এগিয়ে নিয়েছেন, যার কারণে চীনের মানুষ তৃপ্তির হাসি হেসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেও আমরা এ দেশের মানুষের মুখে তৃপ্তির হাসি দেখেছি। তেমনই আগামীতে দেশনায়ক তারেক রহমানের শাসনামল যেন হয়। যদি সত্যিই সেটা করতে পারি তাহলে মওলানা ভাসানীর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম‌্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com