বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বাংলাদেশে অস্ট্রিয়ার আবাসিক মিশন না থাকায় দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করতে বিকল্প ব্যবস্থা নিতে এবং ঢাকায় একটি আবাসিক মিশন প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা ওয়েজার সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্রদূত ওয়েজার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন এবং ভিয়েনার নির্দেশে অস্ট্রিয়া একটি কার্যকর সমাধানের পথ খুঁজে বের করবে বলে আশস্ত করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। এই উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের জন্য একটি যুক্তিসংগত সময়সীমার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
উপদেষ্টা তৌহিদ আরও উল্লেখ করেন যে, সংস্কার কমিশনের রিপোর্টগুলো ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, উপদেষ্টা এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি এবং ইইউ জিএসপি অগ্রাধিকারমূলক ট্রেড স্কিমের জন্য যোগ্যতা অর্জনের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
উভয়পক্ষ প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
তৌহিদ হোসেন বলেন, উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের অঙ্গীকারের পাশাপাশি অভিযোজন এবং প্রশমনের জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
টেকসই সমাধান অর্জনে সবুজ ও জলবায়ু-বান্ধব প্রযুক্তির অর্থনৈতিক কার্যকারিতা অপরিহার্য বলে রাষ্ট্রদূত ওয়েজার সম্মত হন। রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্প্রসারিত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক অন্বেষণে অস্ট্রিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।