শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীর মহদীপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু’র বিরুদ্ধে অনাস্থার অভিযোগ

মিলন মন্ডল ,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।

সোমবার ১৮ নভেম্বর দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই লিখিত অভিযোগ করেন ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু শনিবার রাতে জোরপূর্বক বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী ইউপি সদস্যগণ এক সংবাদ সম্মেলন করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com