সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ফতুল্লায় মামলা তদন্তে ঘুষ দাবি, এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন: ওসমানীনগরে ড্রেজার ও নৌকা আটক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতারণা! ইসরায়েলে সাইবার হামলা করেছে নবাবগঞ্জের ফ্রিল্যান্সার আছিফ সহএকটি সিভিলিয়ান ফোর্স নবাবগঞ্জে সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি ছাত্রদলের আহ্বান ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ

অগ্নিশিখা ডেস্কঃ আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এ বছর তার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো বিশেষ কর্মসূচি আয়োজন করা হচ্ছে না। দলের উপর রয়েছে এক বিশেষ নিষেধাজ্ঞা, যার কারণে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারেক রহমানের কঠোর নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে, যা দলটির নেতাকর্মীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

১/১১ সরকারের সময় বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান ২০০৮ সালে লন্ডনে চলে যান। এরপর থেকে তিনি সপরিবারে সেখানেই বসবাস করছেন। বাবা জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু।

মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে (এখন কারামুক্ত তিনি) তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এদিকে, আজ তারেক রহমানের জন্মদিন হলেও পালনে নিষেধাজ্ঞা রয়েছে। গত ১১ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে দলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জানা যায়, তারেক রহমানের সিদ্ধান্তেই এই নিষেধাজ্ঞা। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিষেধাজ্ঞার কথা আবারও নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেয় বিএনপি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com