বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ :
মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী

মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ দেশের অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পলাশবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকালে মেসার্স আমিরুল ইসলাম এন্টারপ্রাইজ আয়োজনে আমলাগাছী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখতে দর্শকের ঢল নামে।

ফাইনালে পলাশবাড়ী ওয়ান স্টাের ফুটবল কোচিং একাডেমি একাদশ ও আমলাগাছী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। আমলাগাছী স্পোর্টিং ক্লাব একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী ওয়ান স্টাের ফুটবল কোচিং একাডেমি।

ফাইনাল খেলার প্রধান আকর্ষণ ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সকিউটিভ চিত্রনায়ক আমিন খান। তাকে দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধদের সমাগম ঘটে।

বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আমিরুল ইসলাম এন্টারপ্রাইজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম,ওয়ালটনের ডিভিশনাল সেলস ম্যানেজার মওদুদ পারভেজ মামুন,এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) শহীদুজ্জামান রানা উপস্থিত ছিলেন।

চিত্রনায়ক আমিন খান বলেন,আজকে সত্যি অনেক আনন্দ লাগছে। বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, হৃদয়ের খেলা হলো ফুটবল। আমরা ওয়ালটন থেকে বাংলাদেশের খেলাগুলোকে স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছি একটিই কারণ,যেন তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। যত তারা খেলাধুলা করবে,খেলার মাঠে থাকবে,ততই তারা মাদক থেকে দূরে থাকবে। একমাত্র খেলাধুলাই পারে এই প্রজন্মকে সুন্দর রাখতে এবং সুন্দর ভবিষ্যত গড়তে। এজন্য ওয়ালটন ব্যবসার পাশাপাশি সারা বাংলাদেশের খেলাধুলার স্পন্সর করে যাচ্ছে। এটি সারা বছরব্যাপী চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন