বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন

ক্রীড়া ডেস্কঃ আর একদিন পর শুরু হচ্ছে বোর্ডার গাভাস্কার ট্রফি। ঘরের মাঠে এ সিরিজে ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে পার্থ টেস্টের একদিন আগেই শেষ মুহূর্তে ভারতীয় দলে এসেছে একাধিক পরিবর্তন। আর প্রত্যেকটাই বলা যায় ফোর্সড সাবস্টিটিউশন। যেমন শুভমন গিলের আঙুলে চিড়ের জন্য বাদ।

ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে নেই। টিম ম্যানেজমেন্ট কোনো ধরনের ঝুঁকিই নিতে চাইছে না। বুধবার যখন ভারতীয় দল অনুশীলন সাড়ছিল, তখন কদিন আগে ভারতীয় দলের নিজেদের মধ্যে ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়া শুভমান গিলের ওপরই সবার চোখ ছিল। বোলিং কোচ মরনে মরকেল অবশ্য বলছেন যে, গিল উন্নতি করছেন আর তাদের নজরেই রয়েছে।

তবে গিলের দুর্ভাগ্যই ভাগ্যের দরজা খুলে দিতে পারে দেবদূত পাডিক্কালের, যিনি আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন। কর্ণাটক থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটারকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ায় গিয়ে চোটে ভোগায় সিরিজ শুরুর আগেই বাঁহাতি পেসার খলিল আহমেদকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বদলে স্কোয়াডে যোগ দিয়েছেন যশ দয়াল। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে সেখান থেকে সরাসরি অস্ট্রেলিয়া সফরে গেলেন তিনি। মুকেশ কুমার, নবদীপ সাইনির সঙ্গেই তৃতীয় রিজার্ভ বোলার হিসেবে থাকছেন দয়াল।

খবরটি শেয়ার করুন