শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ভারতের দুই ক্রিকেটার দুই ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে তাদের নিষিদ্ধ করা হলো।
জানা গেছে, বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন আরও দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনও সন্দেহজনক তালিকায় রয়েছে। আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
মানীশ, দীপকরা আইপিএলের নিয়মিত প্লেয়ার। মানীশ কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন। গত মৌসুমে ছোট নিলামে কেকেআর কিনেছিল তাকে। একাধিক ম্যাচে পরের দিকে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে দল তাকে রাখেনি।
যদিও এই ৫ ক্রিকেটারের কাউকেই দল রিটেইন করেনি। তবে নিলাম থেকে তাদের দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু বিসিসিআইয়ের এমন খবর জানার পর দলগুলো তাদের দলে ভেড়াতে নিশ্চয় ভাববে।
আগামীকাল (রোববার) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই মহাযজ্ঞে নিলামে তোলা হবে মোট ৫৭৫ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। বাকি ২০৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।
আর খেলা মাঠে গড়াবে আগামী বছরের ১৪ মার্চ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি চলবে দুই মাসেরও বেশি সময় ধরে। ২৫ মে ফাইনাল দিয়ে শেষ হবে আসর। এবারের আইপিএল আগের সব আসরকে ছাপিয়ে যাবে বলে ধারণা আয়োজকদের।