শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

অটোরিকশা সমস্যার সমাধান কীভাবে, জানালেন উপদেষ্টা

অগ্নিশিখা প্রতিবেদকঃ উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সবার শেষে উপদেষ্টা এ কথা জানান।

উচ্চ আদালত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন। চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানী জুড়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।

আজকেও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অটোরিকশার বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। এখন যদি এটা নিয়ে আমি একটা উত্তর দেই, সেটাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যাটা সমাধান হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com