বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ :
উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ওসমানীনগরে ৫ শত বছরের প্রাচীন জামে মসজিদ ও মাজারে যাতায়াত রাস্তা প্রতিবন্ধকতা অপসারণ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলাশবাড়ীতে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি লিখন গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৮০০০ (আট হাজার ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন গ্রেফতার নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নারী না পুরুষ, কে বেশি কথা বলে

অগ্নিশিখা ডেস্কঃ পুরুষ নাকি নারী কারা বেশি কথা বলে, এ বিষয়ে অনেক বিতর্ক আছে। তবে কথা বলার ক্ষেত্রে নারী নাকি পুরুষরা এগিয়ে, এ বিষয়ে জানালো এক গবেষণা।

বিগত ৮ বছরের সময় ধরে ডিজিটাল ভয়েস রেকর্ডার ব্যবহার করে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দিনে কত শব্দ বলেছেন তা অধ্যয়ন করেছেন গবেষকরা। যেখানে দেখা গেছে, নারীরা দিনে ১৬ হাজার ২১৫ শব্দ বলেন ও পুরুষরা ১৫ হাজার ৬৬৯ শব্দ বলেন।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক ম্যাথিয়াস আর মেহলের মতে, যদিও নারীরা পুরুষদের তুলনায় সামান্য বেশি শব্দ বলেন, তবে পরিসংখ্যানগতভাবে পার্থক্যটি নগণ্য।

এর আগে বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, পুরুষরা দিনে মাত্র ৭ হাজার শব্দ বলেন অন্যদিকে নারীরা ২০ হাজার শব্দচয়ন করেন দৈনিক। তবে মেহলের গবেষণা জানাচ্ছে নারী-পুরুষ প্রায় সমানই কথা বলেন দিনে।

এদিকে নারী-পুরুষের কথোপকথন কায়দার ওপর পরিচালিত ৫৬টি গবেষণার পর্যালোচনার ভিত্তিতে ১৯৯৩ সালে প্রকাশিত একটি বইয়ে দেখা যায়, গবেষণাগুলোর মধ্যে দুটিতে বলা হয়েছে, পুরুষের চেয়ে নারী বেশি কথা বলে। অপরদিকে ৩৪টি গবেষণায় বলা হয়, নারীর চেয়ে পুরুষ বেশি কথা বলে।

অর্থাৎ বিভিন্ন সময়ে পরিচালিত গবেষণা থেকে নারী-পুরুষের কথা বলার হার সম্পর্কে ভিন্ন ভিন্ন ফল আসায় সর্বসম্মত কোনো সিদ্ধান্তে আসা যায়নি।

সূত্র: এবিসি নিউজ/বিবিসি

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com