বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ একের পর এক বলিউড তারকাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কৃষ্ণসার হরিণ হত্যার কারণে লরেন্স বিষ্ণোই দলের কাছ থেকে প্রায়ই সালমান খানের কাছে প্রাণনাশের হুমকি আসছে। এবার শোনা যাচ্ছে পাঞ্জাবি গায়ক ও ব্যাপার বাদশার পানশালার বাইরে বোমা বিস্ফোরণ ঘটেছে।
আজ (২৬ নভেম্বর) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাইকে চড়ে বোমা ছুড়ে পালাতে দেখেছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, দুই বাইক আরোহী রেস্তোরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যান। বাদশার ‘ডি’ ওরা’ নামের ওই রেস্তরাঁটি বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করেন। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ-পানশালার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে রেস্তোরাঁর বিস্ফোরণ পরবর্তী অবস্থা।
এদিকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বাদশা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ। সেসময় প্রত্যক্ষদর্শীরা ঘটনা বর্ণনা করেন। এরইমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্প্রতি বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা দুবাইয়ের একটি কনসার্টে পারফর্ম করেন। সেখানে হাজির হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আগে থেকেই গুঞ্জন ছিল বাদশার সঙ্গে হানিয়ার প্রেমের। কনসার্ট ঘিরে সেখানে কিছু সুন্দর সময় কাটান এ জুটি। সে মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশও করেন অভিনেত্রী।