শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

অগ্নিশিখা প্রতিবেদকঃ আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে যারা পদ পেয়েছেন তারা হলেন-

০১. আমিনুল হক- আহ্বায়ক
০২. মোস্তাফিজুর রহমান সেগুন- যুগ্ম আহ্বায়ক
০৩. এস এম জাহাঙ্গীর- যুগ্ম আহ্বায়ক
০৪. ফেরদৌসী আহমেদ মিষ্টি- যুগ্ম আহ্বায়ক
০৫. এ বি এম এ রাজ্জাক- যুগ্ম আহ্বায়ক (দফতর)
০৬. মো. আক্তার হোসেন -যুগ্ম আহ্বায়ক
০৭. মো. আতাউর রহমান চেয়ারম্যান- যুগ্ম আহবায়ক
০৮. মো. গাজী রেজাউনুল হোসেন রিয়াজ- যুগ্ম আহ্বায়ক
০৯. মো. তুহিরুল ইসলাম তুহিন- যুগ্ম আহ্বায়ক
১০. মো. এম কফিল উদ্দিন – যুগ্ম আহ্বায়ক
১১. মো. আফাজ উদ্দিন- যুগ্ম আহ্বায়ক
১২. হাজী মো. ইউসুফ- যুগ্ম আহ্বায়ক
১৩. মো. শাহ আলম- যুগ্ম আহ্বায়ক
১৪. মো. মাহাবুবুল আলম মন্টু- যুগ্ম আহ্বায়ক
১৫. মো. মোস্তফা জামান- সদস্য সচিব
১৬. মো. আনোয়ারুজ্জামান আনোয়ার- সদস্য
১৭. মো. এজিএম শামসুল হক- সদস্য
১৯. মো. আলী আকবর আলী- সদস্য
২০. মো. এল রহমান- সদস্য
২১. মো. মোজাম্মেল হোসেন সেলিম- সদস্য
২২. মো. জাহাঙ্গীর মোল্লা- সদস্য
২৩. মো. শফিকুল ইসলাম শাহিন- সদস্য
২৪. মো. রেজাউর রহমান ফাহিম- সদস্য
২৫. এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম- সদস্য
২৬. ডা. এ কে এম কবির আহমেদ- সদস্য
২৭. মো. হুমায়ুন কবির রওশন- সদস্য
২৮. মো. জিয়াউর রহমান জিয়া- সদস্য
২৯. মো. আবুল হোসেন আব্দুল- সদস্য
৩০. মো. আশরাফুজাহান জাহান- সদস্য
৩১. মো. হাফিজুল হাসান শুভ্র- সদস্য
৩২. মো. শামীম পারভেজ- সদস্য
৩৩. মো. সালাম সরকার- সদস্য
৩৪. মো. মনিরুল আলম রাহিমী- সদস্য
৩৫. মো. আবুল কালাম আজাদ- সদস্য
৩৬. মো. মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন- সদস্য
৩৭. মো. সাজ্জাদ হোসেন মোল্লা- সদস্য
৩৮. মো. ফারুক হোসেন ভূঁইয়া- সদস্য
৩৯. মো. নাসির উদ্দিন- সদস্য
৪০. মো. আলী- সদস্য
৪১. মো. নুরুল হুদা ভূঁইয়া নুরু- সদস্য
৪২. মো. মোতালেব হোসেন রতন- সদস্য
৪৩. মো. রফিকুল ইসলাম খান- সদস্য
৪৪. মো. এ এস এম খালেদ- সদস্য
৪৫. মো. আহমেদ আলী- সদস্য
৪৬. মো. ইব্রাহিম খলিল- সদস্য (সহ-দফতর)
৪৭. মো. সোহেল রানা- সদস্য
৪৮. মো. মাহাবুবুর রহমান- সদস্য
৪৯. মো. হান্নানুর রহমান ভূঁইয়া- সদস্য
৫০. মো. জাহেদ পারভেজ চৌধুরী- সদস্য
৫১. তাসলিমা রিতা- সদস্য

তবে তালিকায় ১৮ নম্বরে কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি।কমিটির আহ্বায়ক আমিনুল হক বলেন, আগে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। আজকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com