বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
ওমর, সিলেট বিভাগীয় ব্যুরু চীফঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া এক মাসের মধ্যে জেলা পুলিশ ও ডিবির ওসিকে জনস্বার্থে বদলি করার নজিরবিহীন ঘটনা ঘটেছে।এ নিয়ে জেলা পুলিশের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানা যায়।বিঘ্ন ঘটছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে।
নবীনগর থানায় ৫ আগষ্টের পর ৪র্থ ওসির পদায়ন ,ওসি কসবা (১৬/৯/২৪ জনস্বার্থে পদায়ন ০১/১০/২৪ জনস্বার্থে প্রত্যাহার)ওসি আশুগঞ্জ (১৬/৯/২৪ জনস্বার্থে পদায়ন ০৩/১০/২৪ জনস্বার্থে প্রত্যাহার)ওসি নাসিরনগর ০৯/৯/২৪ পদায়ন ০৪/১১/২৪ জনস্বার্থে প্রত্যাহার। ওসি বিজয়নগর ৩১/৮/২৪ পদায়ন ০৪/১১/২৪ জনস্বার্থে প্রত্যাহার ওসি বাঞ্ছারামপুর (প্রায় ০১ মাস আগে পদায়ন ০৪/১১/২৪ জনস্বার্থে প্রত্যাহার ওসি ডিবি (প্রায় ০২ মাসে ৪জন পদায়ন ও প্রত্যাহার ১জন বাদে ৩ জন জনস্বার্থে প্রত্যাহার।এতে সহজে অনুমেয় আসলে এখানে কি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।ওসি কসবা (১৬/৯/২৪ জনস্বার্থে পদায়ন ০১/১০/২৪ জনস্বার্থে প্রত্যাহার) ,ওসি আশুগঞ্জ (১৬/৯/২৪ জনস্বার্থে পদায়ন ০৩/১০/২৪ জনস্বার্থে প্রত্যাহার),ওসি নাসিরনগর ০৯/৯/২৪ পদায়ন ০৪/১১/২৪ জনস্বার্থে প্রত্যাহার,ওসি বিজয়নগর (৩১/৮/২৪ পদায়ন , ০৪/১১/২৪ জনস্বার্থে প্রত্যাহার ) ,ওসি বাঞ্ছারামপুর (প্রায় ০১ মাস আগে পদায়ন ০৪/১১/২৪ (জনস্বার্থে প্রত্যাহার ),ওসি ডিবি (প্রায় ০২ মাসে ৪জন পদায়ন ও প্রত্যাহার , ১জন বাদে ৩ জন জনস্বার্থে প্রত্যাহার)।
এতে সহজে অনুমেয় আসলে এখানে কি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা:-জনস্বার্থে এমন বদলি আতঙ্ক সাধারণ জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।