বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নজির বিহীন ঘটনা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কথিত সাংবাদিক মিহির দেবের ছত্র ছায়ায় অনিয়মে চলছে মামুন ইটভাটা হবিগঞ্জে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক আটক সরাইলে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য ও আসামী আটক ইসরায়েল-হিজবুল্লাহ মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটলো পিটিআই সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক হারুন-উর রশিদ

অগ্নিশিখা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর রশিদ মারা গেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ছেলে হুমায়ুন রশিদ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতির দায়িত্ব পালনকালে তিনি একাডেমির উন্নয়ন ও বিকাশে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। মহাপরিচালক হিসেবে তার কার্যকালে অভিধান প্রণয়ন ও প্রকাশ, ‘আনন্দ পঠন গ্রন্থমালা’ প্রকাশ, ‘তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি’ বাস্তবায়ন, একাডেমিতে গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ এবং একাডেমি প্রকাশিত বইয়ের বিপণন, একাডেমি প্রেসের আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।

অনুবাদ সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ বাংলা একাডেমি পরিচালিত ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com