রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

২৬ দিনে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃ’ত্যু

অগ্নিশিখা ডেস্কঃ চলতি নভেম্বর মাসের ২৬ দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু এটি। অক্টোবর মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

সবশেষ মঙ্গলবার তার আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাগুলোর হাসপাতালে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২ জন, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ১ জন করে ২ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৮৯৮ জন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮ হাজার ৭১৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। আর বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪২ জন নারী ও ২২৯ জন পুরুষ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com