শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় মাহমুদ জিনস কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। এতে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে রাখে।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছে। বিগত তিন মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। এ দাবি নিয়ে আরও কয়েকবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যায়। কিন্তু কর্তৃপক্ষ বুধবার রাতে হঠাৎ করে মেসেজ দিয়েছেন বৃহস্পতিবার বেতন পরিশোধ করা সম্ভব নয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
এসময় মহাসড়কের দু’পাশে ২০কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। কারখানার কর্তৃপক্ষ বার বার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তারা বেতন পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। এসময় আশেপাশে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কারখানার নিরাপত্তার জন্য সকাল থেকেই কারখানার ভিতরে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।