বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

এবার হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ‘ধাক্কা’

অগ্নিশিখা প্রতিবেদকঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে ‘নিয়ন্ত্রণ হারানো’ আরেকটি গাড়ি ‘ধাক্কা’ দিয়েছে বলে পুলিশের ভাষ্য। তবে এ ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ব্রিজের দিকে একটি গাড়ি আবারও হাসনাত আবদুল্লাহকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হলেও তিনি এখন সুস্থ আছেন।

এর আগে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com