বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ক্রাইস্টচার্চ টেস্টে ৮ উইকেটে ৩১৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ৯৩ রানের ইনিংস আর শোয়েব বশিরের ৪ উইকেটে দিন ভাগাভাগি করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথম দিনে খেলা হয়েছে ৮৩ ওভার।
টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৪ রানে ওপেনার ডেভন কনওয়েকে (৮ বলে ২) হারায় কিউইরা। এরপর টম লাথামকে নিয়ে ৫৮ রানের জুটি করে উইলিয়ামসন। লাথাম ফিফটি কাছাকাছি (৫৪ বলে ৪৭ রান) গিয়ে আউট হলে জুটি ভাঙে।
তৃতীয় উইকেটে রাচিন রাবিন্দ্রাকে নিয়ে ৬৮ রানের আরও একটি জুটি করেন উইলিয়ামসন। ৪৯ বলে ৩৪ রানে রাবিন্দ্রা সাজঘরে ফিরলে ড্যারিল মিচেলকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন অভিজ্ঞ এই ব্যাটার।
উইলিয়ামসনকে রেখে বিদায় নেন মিচেলও। ৪৭ বলে ১৯ রান করেন ডানহাতি ব্যাটার।
পরবর্তী ৩ উইকেটে আর বড় জুটি হয়নি। পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলকে নিয়ে উইলিয়ামসনের জুটিটি ছিল ২৮ রানের। এবার আউট হয় উইলিয়ামসন নিজেই। ১৯৭ বল মোকাবেলায় ১০ চারে ৯৩ রান করেন ডানহাতি এই ব্যাটার।
ইনজুরি থেকে ফিরেই উইলিয়ামসনের এমন দুর্দান্ত পারফরম্যান্স আশা জাগিয়েছে নিউজিল্যান্ডকে। সেই ধারায় অষ্টম উইকেটে ৪৬ রানের আরও একটি জুটি করেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস। দিনের শেষ পর্যন্ত উইকেটে আছেন ফিলিপস (৪১) ও টিম সাউদি (১০)।
ইংল্যান্ডের হয়ে ৬৯ রানে ৪ উইকেট শিকার করেছেন স্পিনার শোয়েব বশির। ২টি করে উইকেট নেন ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন।