মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
শামীম পারভেজ – নাটোর থেকেঃ বুধবার নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষি অফিসার কিষোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিম।
এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা মৎস অফিসার সজ্ঞয় কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন, আহত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রাবন সরকার, আরিফুল ইসলামসহ, সাংবাদিক রানা আহমেদ, রাব্বি প্রমূখ। পরে গণঅভ্যুত্থানে আহত ৪ জন ছাত্রকে সহয়তা হিসেবে উপজেলা পরিষদের পক্ষ আর্থিক অনুদান প্রদান করা হয়।