শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
তারুণ্যের উৎসব উদযাপনে ওসমানীনগরে প্রস্থুতি সভা ফেব্রুয়ারি মধ্যেই সবার হাতে নতুন বই যাবে: শফিকুল আলম পীরগঞ্জে তারুণ্যের উৎসব পালিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক প্রায় ২ কোটি ৬৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস্ সামগ্রী আটক লামায় ব্যবসায়িকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠিত ৫৭ হাজার কোটি টাকা একাই লুট করেছেন ‘দরবেশ’ বাহরাইনের শিল্পমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক দেশে ভিক্ষা করার লোক খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে মানব পাচারকারীর দালাল সহ আটক ২

নিবন্ধন পেল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

অগ্নিশিখা প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নিবন্ধন পেয়েছে। ঢাকা জেলা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এ নিবন্ধন দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছে নিবন্ধনের সনদপত্র হস্তান্তর করেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকার উপপরিচালক মো. রকনুল হক।

ক্র্যাব কার্যনির্বাহী কমিটি-২০২৪ দায়িত্ব নেওয়ার পর সংগঠনের সদস্যদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে নিবন্ধনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। আবেদন করার পর নামের ছাড়পত্র গ্রহণ এবং সব ধরনের যাচাই-বাচাইয়ের পর পাওয়া যায় কাঙ্ক্ষিত নিবন্ধন।

নিবন্ধন লাভ ক্র্যাবের ইতিহাসে এক অনন্য প্রাপ্তি বলে মনে করছে কার্যনির্বাহী কমিটি। এ অর্জন সংগঠনের মর্যাদা ও ভাবমূর্তি আরও এক ধাপ এগিয়ে নিলো। এর মাধ্যমে সংগঠন ও সদস্যরা নতুন কিছু পাবেন বলে বিশ্বাস করা হয়।

কার্যনির্বাহী কমিটির ওপর আস্থা রাখায় ক্র্যাব সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ক্র্যাব নেতারা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com