শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
ওসমানীনগর সিলেট সংবাদদাতাঃ জাতীয়তাবাদি দল বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের ওসমানীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার মোবারকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুস সামি‘র বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা যুবদলের গন বিষয়ক শিক্ষা সম্পাদক সুহেব আহমদ চৌধুরী শুভ। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল বাছিত মাবরুর, মহানগর যুবদলের সহ-কোষাধক্ষ্য আফজল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, জেলা যবদলের সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মঞ্জু, মহানগর যুবদলের সদস্য এম.এ কাদির।
এসময় বক্তরা বলেন, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রতিবাদি কন্ঠস্বর এম. ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গুম করে রেখেছে। অন্তবর্তীকালীন সরকার অনতিলম্বে বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সন্ধান দিয়ে সিলেটের মানুষের প্রাণের দাবি পুরণ করবেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শুধু এম.ইলিয়াস আলীকেই নয় যারাই রাজ পথে ছিলেন প্রতিবাদে তাদেরই গুম করেছে। স্বৈরাচারের আয়না ঘর থেকে এখন অনেকেই বেরিয়ে আসছেন। আমরা পথ চেয়ে আছি এম ইলিয়াস আলীর।
যুক্তরাজ্য যুবদল নেতা আলমগীর আলী রাজু ও স্থানীয় জাতীয়তাবাদি নেতৃবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা মস্তফা কামাল।
উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সদস্য এম.ডি আজাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সোফান আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সদস্য জিয়ার রহমান, জেলা শ্রমিক দল নেতা হেলাল আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য দুলাল আহমদ, ছাত্রদল নেতা ইকরামুল হক, সাদিপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক লুকু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জুবেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুবনেতা রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন আহমদ, জুবায়ের আহমদ ফাহিম, বদরুল ইসলাম, ইমন আহমেদ শিমু, হেলাল আহমদ,সালমান আহমদ, বদরুল ইসলাম, জাহেদ আহমদ, সাকিব আহমদ, জাকির মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে এম.ইলিয়াস আলীর সন্ধান কমনায় দোয়া পরিচালনা করেন মেবারকপুর জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান। পরে উপস্থিত সকলের মধ্যে শিরণী বিতরণ করা হয়।