বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

সর্বশেষ :
জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা সচিবালয়ে আগুন: সুষ্ঠু তদন্তের দাবি ফখরুলের উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ওসমানীনগরে ৫ শত বছরের প্রাচীন জামে মসজিদ ও মাজারে যাতায়াত রাস্তা প্রতিবন্ধকতা অপসারণ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলাশবাড়ীতে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি লিখন গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সরাইল উপজেলা বাসি চাইলে আমি সরাইল থেকে এমপি নির্বাচন করবঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

মোঃ কামাল পাঠান,সরাইল উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত সতেরো বছর পর আজ শুক্রবার ২৯/১১/২০২৪ইং তারিখ হাজার হাজার কর্মীদের আগমনে সরাইল অন্নদা মাঠে এক মিলন মেলায় পরিনিত হয়। নেচে গেয়ে বাদ্য বাজিয়ে মিছিলে মিছিলে সরাইল অন্নদা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

বি এন পির সাবেক নেতৃবৃন্দর ও কর্মী সমর্থকরা আনন্দে,খুশিতে আত্মাহারা হইয়া পরে।

উক্ত বিশাল সমাবেশে সরাইল উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে,ও সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার ও আরিফুল ইসলাম মকুল এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি এন পির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলার সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জহিরুল ইসলাম খোকন, আরো বক্তব্য রাখেন জেলা বি এন পির নেতা মোমিন মিয়া,সরাইল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল, সাবেক ভিপি ওসমান খান,বারিক, কামাল,আলাল সেলিম খান,আব্বাসউদ্দীন, আকবর,সাংবাদিক কামাল পাঠান সহ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য দিতে গিয়ে আনোয়ার হোসেন মাস্টার কান্নায় ভেঙ্গে পড়েন এবং কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের উপস্থিতি দেখে আমি সত্যিই আনন্দিত মুগ্ধ আপনারা আমাকে এত ভালবাসেন। আপনাদের কাছে আমি চির ঋণী। তিনি আরো বলেন বিএনপির কর্মীরা যেকোনো সমস্যা সমাধানের জন্য আমার কাছে সরাসরি আসবেন আমি সমাধানের চেষ্টা করব।

ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমার কান্না আসতেছে। তিনি বলেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা চাইলে আমি এই আসন থেকে নির্বাচন করবো ইনশাআল্লাহ।

আমি নির্বাচিত হলে আপনাদের এলাকার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো।
তিনি আরোও বলেন আমি চাই আমার কাঁপন ও দাফন এই সরাইলের মাটিতেই হোক। এবং আমি আপনাদের নিয়েই বেঁচে থাকতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন তাদের কাছে এই প্রত্যাশা করি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com