বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করেছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখল করে রীতিমতো উড়ছিল কাতালানরা। কিন্তু সবশেষ ৪ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের মাত্র ১ পয়েন্ট ব্যবধান। এমন অবস্থায় খেলোয়াড়দের নিয়ে জরুরি সভা ডেকেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন কোচ ফ্লিক। সভায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচে ফুটবলার পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন তিনি। অনুশীলনের সময় থেকে এক ঘণ্টা নিয়ে এ সভা ডাকেন জার্মান মাস্টারমাইন্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট লেওয়ানডস্কিকে স্কোয়াড থেকে আলাদা করে নিয়ে সামনাসামনি ও নিরিবিলি কথা বলেছেন ফ্লিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৫ গোল করা এই তারকাকে ছন্দে ফেরাতেই যত চেষ্টা বার্সা কোচের। এছাড়া অন্যদের সঙ্গে একান্তে আলাপ করেছেন তিনি। বিশেষ নজর ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার দিকে।
লাস পালমাসের বিপক্ষে গোল করতে পারেননি লেওয়ানডস্কি। এর আগে রিয়াল সোসিয়েদাদের ম্যাচে গোলহীন ছিলেন তিনি। তবে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে গোল পেয়েছিলেন পোল্যান্ড ফরোয়ার্ড।
এখনো লা লিগার নেতৃত্ব দিচ্ছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কাতালানরা। ৩৩ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে বার্সা।