বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ :
কোহলির ‘ইচ্ছাকৃত ধাক্কা’ ইস্যুতে যা বললেন অভিষিক্ত কনস্টাস সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাই – শশুরের মর্মান্তিক মৃত্যু জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা সচিবালয়ে আগুন: সুষ্ঠু তদন্তের দাবি ফখরুলের উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ওসমানীনগরে ৫ শত বছরের প্রাচীন জামে মসজিদ ও মাজারে যাতায়াত রাস্তা প্রতিবন্ধকতা অপসারণ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলাশবাড়ীতে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আজ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এরপরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্যাবিরিয়ান ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়েছেন হাইডেন ওয়ালশ ও জুয়েল অ্যান্ড্রিু। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস ও উইকেটকিপার ব্যাটার আমির জানগু। টাইগারদের বিপক্ষে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন শাই হোপ।

গ্রেভসের জায়গা পাওয়াটা মূলত ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট সুপার৫০- এ দারুণ পারফরম্যান্সের পুরস্কার। লিস্ট-এ ক্রিকেটে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এরপর গেল নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।

জানগুর পুরস্কারও একই কাজের জন্যই। সুপার৫০- এ ৭ ইনিংসে সর্বোচ্চ ৪৪৬ রান করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আমরা আইসিসি পুরুষ ৫০ ওভারের বিশ্বকাপকে মূল লক্ষ্য ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সিরিজ জয়ের স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়েও খেলোয়াড়দের তালিকা বিস্তৃত করতে চাইছি। বিশেষ করে ঘরের মাঠে এবং সাম্প্রতিক জয়ের (ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে) ধারা বজায় রাখাই আমাদের লক্ষ্য।’

এই সিরিজের জন্য গতকাল সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশও। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে থাকায় চলমান টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। কুঁচকির চোটের কারণে খেলবেন না মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ও। আঙুলের ফ্রাকশ্চার সেরে না ওঠায় টেস্টের মতো ওয়ানডেতেও নেই মুশফিকুর রহিম।

৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। একই মাঠে পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর এবং ১২ ডিসেম্বর।

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহঅধিনায়ক), কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জানগু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মতি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

বাংলাদেশ স্কোয়াডঃ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com