বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় রহিমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার ২ডিসেম্বর সকালের দিকে শ্রীপুর পৌর এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়াইদেরচালা স্টার ফিলিং স্টেশন সামনে ওই নারীর মৃত্যু হয়। তিনি মাওনা চৌরাস্তা ভাড়া থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওউপজেলার পোড়াবাড়িয়া গ্রামের রুহুল আমিনের মেয়ে। স্থানীয়রা জানান সকালের দিকে স্টার ফিলিং এর সামনে থেকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়, মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল দশটার দিকে অজ্ঞাত গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়।নিহতের পরিবারের আবেদনে পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।