বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

শ্রীপুরে শ্রমিক দলের উপর হামলা!

শ্রীপুর প্রতিনিধিঃ ৫ ই আগস্ট আন্দোলনের সম্মুখ শারীর কারা নির্যাতিত নেতা সাঈদ খোকা, বিগত দিনে দলীয় কর্মকান্ডে যার অবদান ছিলো অনস্বীকার্য বলে জানতে পারা যায়। রিকশার টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে সেই শ্রমিক দল নেতাকে পিটিয়ে আহত করেছে এক ইউনিয়ন বিএনপির নেতা।

গত ২৮ নভেম্বর বিকালে গাজীপুর শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের বাহিরে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শ্রমিকদল নেতা সাইদ খোকা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি বরমী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।অভিযুক্ত বিএনপির নেতা রাসেল মোড়ল (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত হাবি মোড়লের ছেলে। তিনি বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার বরমী ইউনিয়ন পরিষদ অটোরিকশা টেন্ডার জমা দিয়ে বের হওয়ার পরপরই বরমী ইউনিয়ন পরিষদের বাহিরে আমতলা চায়ের স্টলে পৌঁছামাত্রই পরিকল্পিত ভাবে বিএনপির নেতা রাসেল মোড়লের কয়েকজন লোকজন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর কিছুক্ষণ রাসেল মোড়ল এসে কাঁচের বোতল দিয়ে মারধর শুরু করে – রাস্তায় ফেলে দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। অভিযুক্ত রাসেল মোড়ল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘটনার সময় কয়েকজন সিনিয়র নেতাদের সঙ্গে ছিলাম। আমি কাউকে মারধর করেনি। একটি মহল সুপরিকল্পিত ভাবে আমাকে ফাঁসাতে চেষ্টা করছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় – আইনগত পদক্ষেপ নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com