বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
৭ম শ্রেণীর শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ রাষ্ট্রপক্ষকে খোঁজ নিতে বললেন হাইকোর্ট সরাইল কালিকচ্ছ এলাবাসী মাদক ও দেশীয় মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় এবং নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি সরাইলে গত ৭ দিনে কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য ও আসামী আটক নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র সন্ধ্যায় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি মামুনুল হককে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা আগামীকাল লেবানন থেকে ফিরবেন ১০৫ বাংলাদে‌শি তারেক রহমানের সকল মিথ্যা মামলায় মুক্ত হওয়াই পাটকেলঘাটায় আনন্দ মিছিল

দিপুকে প্রথম বলেই হিট করতে বলেছিলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদকঃ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়। কিংসটনে শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারায় বাংলাদেশ। জাকের আলী অনিকের ক্যারিয়ারসেরা ৯১ রান আর তাইজুল ইসলামের ৫ উইকেটের সুবাদে এই জয় পায় টাইগাররা। এতে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

প্রথম টেস্টে তার সাহসী সিদ্ধান্ত ব্যাটারদের কারণে ভুল প্রমাণ না হলে অন্যরকম হতে পারতো ফলাফল। সিরিজ শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে মিরাজ বললেন সন্তুষ্টির কথা, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

জয়ের কৃতিত্ব খেলোয়াড়দের জানিয়ে মিরাজ বলেন, ‘জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।

দ্বিতীয় ইনিংসে বেশ খানিকটা আগ্রাসী ক্রিকেটই খেলেছে বাংলাদেশ। অধিনায়ক জানালেন এমন প্রতিআক্রমণের ক্রিকেট খেলার কারণটাও, ‘আমি খেলোয়াড়দের একটা কথা বলেছি, এই উইকেটে ইতিবাচক চিন্তা ছাড়া খেললে অনেক কঠিন হবে। যেহেতু আমরা (প্রথম ইনিংসে) লিড পেয়েছি ১৮ রানের, এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই উইকেটে যদি আমরা ২৫০ রান করতে পারি, আমাদের জন্য ম্যাচটা জেতা সহজ হবে। বার্তাটা এই ছিল যে খেলোয়াড়েরা ইতিবাচক খেলবে।

জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চেও ইতিবাচক মানসিকতার ব্যাপারে কথা বলেছেন মিরাজ, ‘(প্রথম ইনিংসে) ১৬৪ রানে অলআউট হওয়ার পরও আমরা নেতিবাচক চিন্তা করিনি। খেলোয়াড়েরা খুব ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন ও হাসান মাহমুদ যেমন, দ্বিতীয় ইনিংসের বিশেষজ্ঞ তাইজুল পেয়েছে ৫ উইকেট। সে দুর্দান্ত…আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে উন্নতি করব, আমরা সেটা ভাবি। কখনো কখনো আমরা ভুল করব, তবে সেখান থেকে শিখবও।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com