বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
ওমর, সিলেট বিভাগীয় ব্যূরো চীফঃ জেলা ব্রাহ্মণবাড়িয়াস্হ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি/ক্যাম্প কর্তৃক দায়িত্ব পালন কালে ২৭শে নভেম্বর হইতে ৪ ডিসেম্বর ২০২৪ইং তারিখ পর্যন্ত গত ৭ দিনে নিয়মিত এবং তথ্য উপাত্তের ভিত্তিতে, বিজিবি কায়দা কানুন ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নত মানের শাড়ী, প্রসাধনী সামগ্রী, ভারতীয় ঔষধ, খাদ্য সামগ্রী, অন্যান্য চোরাচালানী মালামাল সহ সর্বমোট-২২২২৮ পিস, ভারতীয় কিসমিস, রসুন, ভারতীয় চিনি- ৫৯৭ কেজি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৯১৮৩ পিস, ইস্কফ, ফেন্সিডিল, ভারতীয় হুইস্কি ৬০০ বোতল, ভারতীয় সিগারেট- ৮০৮০ প্যাকেট, ভারতীয় গাঁজা-১৯২.৭০০ কেজি আটক করে ।
আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ১,২৪,২২,৫৮০/- (এক কোটি চব্বিশ লক্ষ বাইশ হাজার পাঁচশত আশি) টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা এবং মাদক দ্রব্য সমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর সীমান্ত দিয়ে যাহাতে ভারত হতে, যে কোন প্রকার চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।