বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
মোঃ কামাল পাঠান, সরাইল উপজেলা প্রতিনিধিঃ কালিকচ্ছ এলাকাবাসীর উদ্যোগে মাদক ও দেশীয় মদ উৎপাদন এর বিরুদ্ধে স্মারকলিপি প্রধান এরপর আলোচনা সভা। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন।সরাইলে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শুধু কথায় নয় কাজের মাধ্যমে দেখাব।
মঙ্গলবার ৩ডিসেম্বর বিকালে উপজেলার কালিকচ্ছ বাজারের শহীদ মিনার চত্বরে স্থানীয় জনতার উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এক মতবিনিময় সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপন, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বিশিষ্ট সর্দার আমজাদ হোসেন, মোঃ আব্দুর রহমান পাশু, মোঃ আতিকুর রহমান, মোঃ মানিকুজ্জামান মানিক এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
মাদকের সাথে স্থানীয়ভাবে জড়িত তৃতীয় লিঙ্গের ( হিজরা) শিবানি (২৫), বিজলী (২৭) ও চোলাই মদ উৎপাদনে অভিযুক্ত হিরালাল রবি রায় মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় সভায় উপস্থিত হয়ে জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ সব ঘৃণিত অপরাধ থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।