রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষ্য আলোচনা

শেখ শহিদুল ইসলাম,জেলা প্রতিনিধি খুলনাঃ বাংলাদেশের ৪০ শতাংশ নারী কোন না কোন ভাবে নির্যাতনের শিকার হন। আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলে নারী নির্যাতন কমে আসবে। নারী নির্যাতন প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে। নারী নির্যাতন বন্ধে পুরুষদের বেশি এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।

২৫ নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) তাসলিমা আক্তার এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আন্তর্জাতিক নারী নির্যাতন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য নারী কন্যার সুরক্ষা করে সহিংসতামূলক বিশ্বগড়ি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) তাসলিমা আক্তার মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক হাসনা হেনার সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শেখ। হোসেন ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা এ ডাব এর সভাপতি এডভোকেট শামীমা সুলতানা শিমুলসহ নারী সংগঠনের প্রতি নিধিরা বক্তৃতা করেন।

অতিথিরা আরো বলেন, নারীদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। নারী নির্যাতন দেখলেই তা প্রতিরোধ করতে হবে।ছেলে মেয়েদের মধ্যে কোন পার্থক্য নেই, নারীদের নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন, নারী নির্যাতন প্রতিরোধ সচেতনামূলক প্রচার বাড়াতে হবে।আমাদের মেয়েদের মেধা ও মনে গড়ে তুলতে হবে। যার যার জায়গা থেকে কাজ করলে এর সুফল পাওয়া যাবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com