শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
আল-আমিন সরকার, উল্লাপাড়া প্রতিনিধিঃ জুংলীপুর বাইতুল মামুর জামে মসজিদের উন্নত কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার ৫ ডিসেম্বর।
তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান শাহান ( সভাপতি অএ জামে মসজিদ) সহ-,সভাপতি ছিলেন, জনাব আউয়াল খাঁ ( জুংলীপুর) ও জনাব মোঃ আশরাফুল ইসলাম ( সেক্রেটারি অএ জামে মসজিদ )তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী ( গোপালগঞ্জ ) তার কন্ঠে ও কোরআন হাদিসের আলোকে সুন্দর সুন্দর কথা বলা ও বাতিলের বিরুদ্ধে সাহসিকতার সাথে কথা বলাতে মুসল্লিদের অন্তরে খুশি ও শান্তির জোয়ার বয়ে যায়। ২য় বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন আলহাজ্ব মাওঃ মোঃ ফখরুল ইসলাম সিদ্দিকী ( অধ্যক্ষ সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসা)। ৩য় বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন হয়রত মাওঃ মোঃ হাসান মাহমুদ ( খতিব পূর্বচন্দ্রা বায়তুল আমান জামে মসজিদ গাজীপুর )। ৪থ বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন হাফেজ ক্বারী মোহাম্মদ আলী ( মুহতামিম, ইকরা ইসলামিক মহিলা হাফিজিয়া মাদ্রাসা, গাড়াদহ সরদার পাড়া ও পেশ ইমাম অএ জামে মসজিদ)। সবাই কোরআন ও হাদিসের আলোকে খুব সুন্দর ভাবে আলোচনা করেন।