বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা ফতুল্লায় বিভিন্ন অপকর্মের মূলহোতা একাধিক মামলার আসামী ‘ধর্মীয় লেবাসধারী’ ফেন্সি আলমগীর অধরা ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার জয় শাহের স্থলাভিষিক্ত হচ্ছেন যিনি সিরিয়ার কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের বন ভূমি দখলে বাধা দেওয়া ফরেস্ট অফিসে কিশোর গ্যাং এর হামলা ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির সম্পন্ন চকরিয়ার বদরখালীতে কিশোরীকে গণ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি মহেশখালীতে, আটক ৭ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক ঢাকা ও কলকাতার বায়ু খুবই অস্বাস্থ্যকর

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

অগ্নিশিখা প্রতিবেদকঃ শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

এই আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল বলে জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষের আইনজীবী। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আইনজীবীরা জানান, অধ্যাপক ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ ও ২০১৯ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন অধ্যাপক ইউনূস।

গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাঁচ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com