বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
শেখ আব্দুল্লাহ আল মামুন, তালা উপজেলা সাতক্ষীরাঃ পাটকেলঘাটায় ধানের বীজের কৃএিম সঙ্কট দেখিয়ে অসাধু ব্যাবসায়ীরা পন্যের প্যাকেটের নির্ধারিত মূল্যে ১ কেজি ৬৮০ টাকা বিক্রয় করছে ৮০০ টাকা অনেক বেশি দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার ৮ ডিসেম্বর দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটেছে কৃষক শরিফুল ইসলামের সাথে (পাটকেলঘাটার মেসার্স মিএ ট্রেডার্স)। কৃষক শরিফুল ইসলাম ধান চাষের জন্য প্রয়োজনীয় বীজ কিনতে মেসার্স মিএ ট্রেডার্স থেকে বীজের প্যাকেট নেয়,দোকাদার অলিপ মিএ প্যাকেটের নির্ধারিত মূল্যের থেকেও অনেক বেশি মূল্যে মেমো করে থাকে, এসময় সাংবাদিক সেখানে সরাসরি উপস্থিত থেকে ঘটনার সত্যতা প্রকাশ করেছে।
এ বিষয়ে দোকানদার অলীপ মিএ কাছে জানতে চাইলে তিনি বলেন এই পণ্যটা অন্য জায়গা থেকে নিয়ে বিক্রি করি ।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুনকে জানানো হলে,তদন্ত সাপেক্ষ তিনি আইনী পদক্ষেপ নিবেন বলে আমাদেরকে জানান।