শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

নতুন সিদ্ধান্তের কথা জানালেন অভিষেক

বিনোদন ডেস্কঃ অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ গুঞ্জন মিডিয়ায় তুমুল চর্চিত। বচ্চন পরিবারের গতিবিধিও অনুসরণ করতে শুরু করে নেটিজেনরা। সম্প্রতি দেখা যায় ঐশ্বরিয়াকে বচ্চন পদবি বাদ দিতে। এতে সেই চর্চা আরও বাড়তে থাকে। কিন্তু সেসবকে তুড়ি মেরে নতুন গুঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার ২য় সন্তানের পরিকল্পনা।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন।

অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেকের। ফলে আরও মাথাচাড়া দিয়েছে চর্চা। নতুন খবর হলো, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সদ্যই একটি বিয়ের অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে ছবি তুলেছেন ঐশ্বরিয়া। আর সেখানেই যেন নস্যাৎ হয়ে গেছে বিয়ে ভাঙার সমস্ত গুঞ্জন। বোঝাই যাচ্ছে, এই সকল গুঞ্জন, কথাবার্তা সবই রটনা।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ক্লিপটি। রীতেশ দেশমুখের একটি টকশোতে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিষেক। রীতেশ সেই শোতে জানতে চান, আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরেজি ‘এ’ দিয়ে শুরু, শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া।

তারই জবাবে অভিষেক বলেন, এটাই যেন প্রথা হয়ে গেছে। অভিষেককে রিতেশ প্রশ্ন করেন, জয়া আন্টি কোনো দোষ করেছিলেন?

অভিষেক বলেন, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো এই রীতি বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি।

এদিকে তাদের বিচ্ছেদের গুঞ্জনের শুরুটা হয়েছিল একটি বিবাহের অনুষ্ঠান থেকেই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। এর আগেও তাদের বিচ্ছেদের গুঞ্জন ছিল। তবে এই আলাদা আসা যেন আগুনে ঘি ঢেলেছিল। অনেকেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলেন আর একসঙ্গে, এক ছাদের তলায় থাকছেন না অভিষেক ও ঐশ্বরিয়া। আলাদাভাবেই থাকছেন তারা। মায়ের সঙ্গে থাকছেন আরাধ্যা। অন্যদিকে অভিষেক থাকছেন বাবা-মায়ের সঙ্গে।

এই ঘটনার পর থেকেই বদলে যায় পরিস্থিতি। যেমন ঘটা করে মেয়ের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন ঐশ্বরিয়া রাই। সেই পার্টিতে দেখা যায়নি অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন বা পরিবারের অন্যান্য সদস্যদেরও। কেবল দেখা গিয়েছিল ঐশ্বরিয়ার মা ও তার পরিবারের সদস্যদের। সোশ্যাল মিডিয়াতেও কোনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি অভিষেক বা অমিতাভ কেউই।

আবার ঐশ্বরিয়ার জন্মদিনে একই ঘটনা পুনরাবৃত্তি। বচ্চন পরিবারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হনো না শুভেচ্ছাবার্তা। নিজের মতো করেই জন্মদিনটা কাটিয়েছিলেন অভিনেত্রী।

এবার মুম্বইয়ের একটি বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল অভিষেক ও ঐশ্বরিয়াকে। রংমিলান্তি করে দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই। এদিন অভিষেক ও ঐশ্বরিয়াকে সবার সঙ্গে পোজ দিতেও দেখা যায় ক্যামেরার সামনে। আর এবার, প্রকাশ্যে এলো নতুন এই ভিডিও যা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com