মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ ২৪ বছর ধরে সিরিয়ার শাসনকেন্দ্রে থাকা বাশার আল আসাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন ১২ দিনের বিপ্লবে। বাংলাদেশের পর ২০২৪ সাল দেখল আরও এক শাসনের পতন। দীর্ঘদিনের এই শাসনের অবসানের পর পরিবর্তনের ঢেউ লেগেছে সিরিয়াতে। পুরাতনকে ছেড়ে নতুন কিছু বরণ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশটি। তাতে একেবারে শুরুর দিকেই আছে সিরিয়ার ফুটবল। বদলে গেছে দেশটির ফুটবল দলের লোগো ও জার্সি।
এ দুটিতে লাল রঙের পরিবর্তন করা হয়েছে সবুজ রং দিয়ে। সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লোগো প্রকাশ করেছে, যেখানে সবুজ রং ব্যবহার করা হয়েছে। এদিকে সিরিয়ার ফুটবলের একটি অনানুষ্ঠানিক ফেসবুক পেইজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তন, যা স্বজনপ্রীতি, পক্ষপাত ও দুর্নীতিমুক্ত। ’
সিরিয়ার ফুটবল দল অবশ্য শক্তিশালী। ফিফা র্যাংকিংয়ের ৯৫তম স্থানে রয়েছে তারা। ২০১২ সালে তারা পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি জিতেছিল।