বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর একের পর এক চমক দেখিয়েছে আফগানিস্তান। চলতি বছরে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেও খেলেছে তারা। সেই দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথান ট্রট। এই ইংলিশ কোচের সঙ্গে আরও এক বছরের চুক্তির করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
চলতি বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্ব ও সুপার এইটে তারা হারিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়ে সাফল্যের ধারা বজায় রাখে তারা। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো কিছু করার লক্ষ্য তাদের। তাই এর গুরুদায়িত্বটা থাকছে ট্রটের ওপর।
২০২২ সালের জুলাইয়ে দেড় বছরের চুক্তিতে আফগানিস্তানের দায়িত্ব নেন ট্রট। এরপর এক বছর বাড়ানো হয় তার মেয়াদ। ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে খেলে ১৪ ও ৪৪ টি-টোয়েন্টি খেলে ২০ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান।
জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা। তবে এই সফরে কেবল ওয়ানডে সিরিজেই দলের সঙ্গে থাকবেন ট্রট। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তার দায়িত্ব সামলাবেন হামিদ হাসান। সহকারী কোচ হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল।