বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ প্রসঙ্গে

মোহাম্মদ নাফিস হাসনাইন, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য,এই প্রতিপাদ্য টিকে সামনে রেখে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মানুষের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে বক্তব্য রাখেন জনাব আনন্দ মহল সরকার, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টএর দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান।বক্তব্যে তিনি বলেন একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে সকল জাতিকে নিয়ে এগিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

বর্তমানে বাংলাদেশে গুম, খুন, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, চোরা চালান, অবিরম গতিতে বেড়েই চলেছে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা বৃন্দুদের বলতে চাই, যেহেতু আপনারা জাতির ক্লান্তি লগ্নে এদেশের হাল ধরেছেন। সেহেতু এইসব গুম, খুন, নারী নির্যাতন, শিশু ধর্ষণ ,চোরাচালান দ্রুত বন্ধ করার জন্য একটি কমিশন গঠন করুন। এবং মানুষের মাঝে একটু স্বস্তির আস্তা ফিরিয়ে দিন। দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার এই জাতি আজ ক্লান্ত। প্রায় ২২ কোটি জনগণের খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থান অধিকার, শিক্ষার অধিকার ,চিকিৎসার অধিকার, কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে চলুন।

তবেই দেশবাসী আপনাদের পাশে থাকবে। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত। শুধু ভারত নয়, বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষের সঙ্গে দেশ ,জাতি, ধর্ম ,বর্ণ, নির্বিশেষে আমাদেরকে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে এবং আমরা সকলের বন্ধুত্ব চাই। কোন দেশ, কোন জাতি, কখনো যেন এদেশের জনগণের উপর আঙ্গুল তুলে কথা বলতে না পারে সেদিকে লক্ষ্য রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং মানবাধিকার দিবসে আরেকটি কথা বলতে চাই। অতি দ্রুত একটি সুষ্ঠু ধারার নির্বাচন ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনে এদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং জনগণের ভোটে নির্বাচিত হবে একটি সরকার।

আর সেই নির্বাচিত সরকার আগামী দিনে এই দেশটাকে পরিচালনা করবে। আরেকটি কথা বলতে চাই বিগত দিনে ভোট চুরি নির্বাচন যেন এদেশে আর পুনরায় না ঘটে।

সেদিকে অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা বৃন্দদের লক্ষ্য রাখতে হবে। এ দেশটা কারো নিজস্ব সম্পত্তি না। এ দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী কারো না। এ দেশ তার এ দেশকে যে ভালবাসবে। বিশ্ব মানবাধিকার দিবসে একটি কথা জোর দিয়ে বলতে চাই। অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা বৃন্দ দেশ সংস্কার করবেন এবং দেশের জনগনের অধিকার ফিরিয়ে দেবেন আমরা জাতিসংঘ অধিভুক্ত ,আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্ট। এর সকল মানবাধিকার কর্মী আপনাদের পাশে থাকবো ।এবং সকল প্রকারস সহযোগিতা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

 

 

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com