মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তথ্য প্রদানকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে তারা।
বুধবার (১১ ডিসেম্বর) এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণ তালিকায় শীর্ষে অবস্থান করা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ২৮২ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এরপরে কায়রো এবং তারপর দিল্লির অবস্থান।
রাজধানী ঢাকার দূষণ স্কোর ২৩৬ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।