বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
মোঃ শাহিন চৌধুরী, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা হবিগঞ্জের ১০ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ৫:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৭/এমপি হইতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান হইতে ৩ জন ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করে ।
আটককৃত (ক) শ্রী প্রদীপ পাল (৫০), পিতা- মৃত উপেন্দ্র পাল, গ্রামঃ- আগরতলা রেল স্টেশন, পোষ্টঃ- রানির খামার, থানাঃ- আমতলী, জেলাঃ- পশ্চিম ত্রিপুরা।
(খ) শ্রী অজিত বিশ্বাস (৪০), পিতা- শ্রী অমূল্য বিশ্বাস, গ্রামঃ- রানির খামার, পোষ্টঃ- রানির খামার, থানাঃ- আমতলী, জেলাঃ- পশ্চিম ত্রিপুরা।
(গ) শ্রী সমীর দাস (৩০), পিতা- মৃত প্রিয়ারী মহন দাস, গ্রামঃ- গোপাল নগর, পোষ্টঃ- তাঁরানগর, থানাঃ- সিধাই, জেলাঃ- পশ্চিম ত্রিপুরা।
গ্রেফতারকৃত অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানায়, ভারতের অভ্যন্তরে ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হরণখোলা বিএসএফ ক্যাম্পের সদস্যদের নিকট ব্যক্তিগত আধার কার্ড জমা দিয়ে বন্ধুর জমিতে ধান কাটা এবং ড্রাগন বাগান দেখার নাম করে বাংলাদেশের অভ্যন্তরে আগমন করলেও প্রকৃতপক্ষে সীমান্তে তাদের কোন জমি, ধান ক্ষেত এবং ড্রাগন বাগান নেই বলে জানা যায়।
উক্ত ভারতীয় নাগরিকদের জিজ্ঞাসাবাদে বন্ধুর জমিতে ধান কাটা এবং ড্রাগন বাগান দেখার ব্যাপারে বিজিবি’র নিকট মিথ্যা তথ্য প্রদান করে। তাদের নিকট হইতে এন্ড্রয়েড মোবাইল ফোন ১টি, বাটন মোবাইল ফোন-১টি, ড্রাইভিং লাইসেন্স ১টি, ভারতীয় ৩৩০ রূপী পাওয়া যায়। আটককৃত অবৈধ ৩ জন অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন,সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে ভারতীয় কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আগমন করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।