বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ :
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাই – শশুরের মর্মান্তিক মৃত্যু জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা সচিবালয়ে আগুন: সুষ্ঠু তদন্তের দাবি ফখরুলের উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ওসমানীনগরে ৫ শত বছরের প্রাচীন জামে মসজিদ ও মাজারে যাতায়াত রাস্তা প্রতিবন্ধকতা অপসারণ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলাশবাড়ীতে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি লিখন গ্রেফতার

গুম, খুন, অপহরণের অভিযোগ রয়েছে স্বীকার করেন র‍্যাবের ডিজি

অগ্নিশিখা প্রতিবেদকঃ র‍্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণসহ বেশকিছু অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত র‍্যাব দ্বারা নির্যাতিত ও সাত খুনসহ যারা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার ও স্বজনদের কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন র‌্যাব ডিজি।

এসময় শহিদুর রহমান বলেন, গুম কমিশন গঠন করা হয়েছে। সেখানে অনেক অভিযোগ জমা পড়েছে। কমিশন তদন্ত করে যা ব্যবস্থা নেবে সেটাই আমরা মানতে বাধ্য থাকবো। কমিশন আয়নাঘর পরিদর্শনের পর অরক্ষিত রাখতে বলেছে তাই সেটি ওই অবস্থায় রাখা হয়েছে।

গুম, খুন, অপহরণের অভিযোগ রয়েছে তা স্বীকার করে র‌্যাব মহাপরিচালক বলেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। একইসঙ্গে গুম, খুন ও অপহরণের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায় মুক্ত হতে চায় র‌্যাব। কারো নির্দেশে আর কখনো গুম খুনে জড়াবে না র‌্যাব।

র‌্যাব বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে ডিজি বলেন, র‌্যাব বিলুপ্তি নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মানতে শিরোধার্য।

র‌্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, পোষাক বড় কথা নয়। র‌্যাবের জন্য আলাদা আইন করার চেষ্টা চলছে। পোশাকের চেয়ে ব্যক্তি উন্নয়ন দরকার। এরপরেও সংস্কার কমিশন যদি চায় সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

র‌্যাব ডিজি আরো বলেন, গুম খুনের বিষয়ে গুম কমিশন কাজ করছে। তদন্তে যা আসবে তাই নিয়ে বিচার হবে। আমরা কমিশনকে সহযোগিতা করতে বাধ্য।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com