রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

ওসমানীনগরে অনলাইন নিউজ পোর্টাল সম্পাদকের মতবিনিময় সভা সাংবাদিকতা চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশাঃ মির্জা আসহাব বেগ

ওসমানীনগর প্রতিনিধিঃ দেশ বিদেশের প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালি লন্ডন বাংলা নিউজ ডট নেটে এর সম্পাদক মির্জা আসহাব বেগ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ সেই পেশাকে হাসিমুখে নির্ভীকতার সাথে গ্রহণ করেন অনেক তরুণ-তরুণীরা। সাংবাদিকতা হোক আদর্শ-ন্যায়নীতির উপর থেকে সদা সত্য ঘটনা উদঘাটনে সঠিক তথ্য প্রচারের এক বিশ্বাসযোগ্য পেশা। সাংবাদিকতা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা নয়। বরং হোক সঠিক তথ্য পাওয়ার মাধ্যম। ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলায় ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

কোন র্স্বাথান্বেষী মহলের দ্বারা প্রভাহিত না হয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে জনগণের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, যে কোন কঠিন সময়ে সাংবাদিকরাও প্রাণের মায়া ত্যাগ করে পেশাগত দ্বায়িত্ব পালন করেন। জুলাই-আগস্টে ছাত্র জনাতার গণ-অভ্যুত্থানে পেশাগত দায়িত্বপালন কালে কয়েকজন সাংবাদিক নিহতের পাশাপাশি অন্তত কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ ইসবাহ উদ্দিন, সাংবাদিক লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, ওসমানীনগর উপজেলা অনইলান প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ।

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সভাপতি রনিক পাল, ওসমানীনগর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু কয়েছ চৌধুরী, সমাজসেবী সুলেমান খাঁন, নজরুল ইসলাম, অনিক আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য শশাংক চৌধুরী, জুয়েল আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী আব্দুল জলিল বাহার। পবিত্র গীতা পাঠ করেন, ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাশ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com