সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদকঃ বেশ কিছু গান কভার করছেন ঢাকাই চলচ্চিত্রের সংগীত পরিচালক আলাউদ্দীন হক।তার সংগীতায়োজনে চলচ্চিত্রের গানে সাবিনা ইয়াসমিন,এন্ড্রকিশোর,বেবিনাজনীনসহ বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী প্রায় সবাই কণ্ঠ দিয়েছেন।এবার প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক পয়েন্টের জন্যে করছেন বেশ কিছু কভার গান।
জানা যায়, এ প্রজন্মের কণ্ঠ শিল্পীদের দিয়েই গাওয়ানো হবে এসব গান।পাশাপাশি কিছু গানে তিনি নিজেও কণ্ঠ দেবেন বলে জানান।মৌলিক গানের স্রষ্টা হিসেবে গান কভার করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,আসলে পুরানা কিছু গান কভার করার ভাবনা আমার দীর্ঘ দিনের,বেশ কিছু বছর থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে ব্যস্ত থাকায় কাজটি করতে পারিনি।তাছাড়া আমাদের চলচ্চিত্রের গানের ভান্ডার অনেক সমৃদ্ধ,এসব গান কভার করা,শিল্পী-মিউজিশিয়ানদের জন্যে অনেকটা হোম ওয়ার্কের মতো।এটা আমার জন্যেও নিজেকে একটু ঝালাই করে নেয়ার সুযোগ মনে করি।
এছাড়াও বিভিন্ন সিনেমার জন্যে করা আমার নিজের কিছু গানকেও ভাঙার সুযোগ পাবো বলে মনে করি।বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,বর্তমানে ফেইসবুক,ইউটিউব এর যুগে প্রচুর নাটকের কাজ হচ্ছে,তাই ব্যাকগ্রাউন্ড স্কোরেই ব্যস্ততা বেশি,তবে ইচ্ছে আছে খুব অল্প সময়ের মধ্যেই ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে অবসর নেয়ার।কারণ আমি গানের মানুষ,এখানেই আমি শতভাগ প্রাণচঞ্চল।ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-একটা মিউজিক স্কুল করার পরিকল্পনা রয়েছে,সবকিছু ঠিক থাকলে আগামী বছর কাজ শুরু করার ইচ্ছে আছে।