সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যান্ড চিরকুট’র একক কনসার্ট

বিনোদন প্রতিবেদকঃ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট’র একক কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশিরা। যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস’র কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।

তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভ্যানুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকিট। তবে করেত হবে রেজিস্ট্রেশন।

কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট।

দলটির প্রধান সুমি বলেন, ‌‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।

চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আগামী ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com