সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
আল-আমিন সরকার,উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের আয়োজনে পালন করা হলো ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এ আর এম মাহবুবার রহমান স্যার সভাপতি তালগাছি করতোয়া ডিগ্রি কলেজ। ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি অত্র কলেজের সভাপতি মহোদয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তালগাছি করতোয়া ডিগ্রি কলেজ এর প্রিন্সিপাল জনাবা: তানজিলা রহমান স্যার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআান থেকে তিলাওয়াত করেছে দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী মো: তৌফিক হোসেন , শিক্ষকদের মধ্যে থেকে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে মূল্যবান আলোচনা রেখেছেন অত্র কলেজের সহকারী অধ্যাপক অর্থনীতি জনাব মো: আব্দুল লতিফ স্যার , সোয়দা নাছিমা জামান স্যার , হোসেন শহীদ সরোয়ারদী স্যার , শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রেখেছেন দ্বিতীয় বর্ষের মানবিক শাখার শিক্ষার্থী মো: মোসলেম উদ্দিন সিরাজী। অনুষ্ঠানে দোয়া খায়ের পরিচালনা করেছেন আলহাজ্ব হাজী মো: আমিরুল ইসলাম। পরিশেষে অত্র কলেজের প্রিন্সিপাল ও অনুষ্ঠানের সভাপতি জনাবা : তানজিলা রহমান স্যার ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের স্মরণে মূল্যবান বক্তব্য রেখে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেছেন।