সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

আজ থেকে শুরু হচ্ছে সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন

অগ্নিশিখা প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি প্রশিক্ষণ বছর শেষে ডিসেম্বর-জানুয়ারি মাসে বিভিন্ন ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় বাৎসরিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করে থাকে।

সেনাবাহিনীর বার্ষিক যৌথ প্রশিক্ষণ শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় চলতি প্রশিক্ষণ বছর শেষে ১৭ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ডিভিশনগুলোতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বার্ষিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করবে।

এই বার্ষিক যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com