রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
ওসমানীনগর(সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে ভারতীয় অবৈধ চিনি রাখার গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ আওয়ামিলীগ সরকার পতনের পর ওসমানীনগর থানা পুলিশ বিভিন্ন সময়ে বিপুল পরিমান ভারতীয় অবৈধ চিনি বহনকারী অসংখ্য যানবাহন আটক করে চুরা কারবারিদেরকে জেল হাজতে প্রেরনের একাধিক নজির রয়েছে। বর্তমানে থানা এলাকা ট্রাক টারমিনালে পরিনত।
এদিকে উপজেলার উমরপুর ইউনিয়নের পরাগলপুর গ্রামের আশিক মিয়ার ছেলে তাজ উদ্দীনের বসত বাড়িতে গোপনে ভারতীয় চিনি রাখার গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এলাকার সুহেল মিয়া ও দিলদার মিয়া সহ প্রতক্য দর্শীরা জানান দীর্ঘদিন থেকে তাজ উদ্দীনের বাড়িতে ভারতীয় চিনি রেখে চুরা কারবারিরা গোপনে ব্যাবসা করে আসছে।
উক্ত বিষয়ে বাড়ির মালিক তাজ উদ্দীনের সাথে আলাপ কালে তিনি জানান একই ইউনিয়নের আব্দুল্যাপুর গ্রামের আফজল খানের ছেলে সিলেটের শিবগঞ্জ এলাকার ভূষি মালের ব্যবসায়ী আমার ভাগীনা ইমরান আহমদ ও তার সহযোগীরা আমার বাড়িতে মাঝে মধ্যে চিনি রাখে। ইমরানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেনি।