বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে তাজপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গন শহীদ স্মৃতিসৌধে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
টানা কর্মসূচির মধ্যে বীর মুক্তিযুদ্ধাদের সম্মাননা প্রদান,আলোচনা সভা, বিজয় মেলা, শিশু কিশোরদের নানা প্রতিযোগিতাসহ একাধিক অনুষ্ঠান মালার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে ওসমানীনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধা কমান্ড, ওসমানীনগর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, ওসমানীনগর প্রেসক্লাব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন সরকারি, বেসরকারি,আধা সরকারি প্রতিষ্টান এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীনে উপস্থিতিতে অডিটরিয়ামে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এতে মেলায় দাপ্তরিক সেবা প্রদান, কারুশিল্প, কৃষিপূণ্য, বাঁশ ও বেতের তৈরী বিভিন্ন ধরণের শিল্প সামগ্রীর মধ্যে বিলুপ্ত প্রায় উপজেলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প প্রর্দশনী মেলায় উপস্থিতিদের প্রসংশা কুড়িয়েছে।